বিদেশে পাচার হল পোস্ত | এবেলা

শিবপ্রসাদ মুখোপাধ্যায়-নন্দিতা রায় পাড়ি দিয়েছেন সাগরপারে। বাংলার ‘পোস্ত’কে বিভিন্ন দেশে ছড়িয়ে দিতে। ফ্র্যাঙ্কফুর্ট এয়ারপোর্টে কী অভিজ্ঞতা হল তাঁদের? বাংলায় কথা বলতে পেরে মন ভরল কতটা? গল্প বলছেন শিবপ্রসাদ নিজেই। আজ দ্বিতীয় কিস্তি।